Git Panchali
তােরা শােনরে ভাই
বলে যাই বাঁচা বাড়ার পথ
যে পথে চলেছে ঠাকুর অনুকূলের রথ
শােন পূণ্য কথা (2)
তার বারতা কহি বিবরণ
যে কথা শুনিলে হয় পাপ বিমােচন।
এল সােনার মানুষ (২) মহাপুরুষ অনুকূল রায়
পাপী তাপী উদ্ধারিতে সােনার বাংলায়।
গ্রাম হিমায়েতপুরে (২) পদ্মাতীরে জেলা পাবনায়
শিবরাম চক্রবর্তী অতি সদাশয়।
মাতা মনােমােহিনী (2) তার গৃহিনী অতি পূণ্যবতী
যার গৃহেতে জন্ম নিলেন ত্রিলােকের পতি।
করে গৃহ আলাে (২)
প্রেমময় ঠাকুর অনুকূল
যার লক্ষ লক্ষ শিষ্য পূজে চরণ রাতুল।
তার ঐ রূপ দেখে (২)
একমুখে কহন না যায়
ভুবনমােহনরূপে সবারে ভুলায়
শােন তার মহিমা (২) মাধুরিমা নাহি পারাবার
নবরূপে এসেছেন কল্কি অবতার।
শােন ধর্মের কথা (২)
তার বারতা অতি চমৎকার
বাঁচাবাড়াই আসল নীতি ধর্ম কর সার।
কর খাদ্যবিচার (২)
সদাচার ঋষিবাক্য পালাে
প্রতিবেশীর সেবা করে ইষ্টপথে চল।
এইতাে আর্যনীতি (২)
ধর্মনীতি হিংসা দ্বেষ ছাড়াে
হিন্দু বৌদ্ধ মুসলমান যে যার পথে চল।
পালাে বর্ণাশ্রম (২)
কর প্রেম ইষ্টকর্ম ধর
যজন যাজন ইষ্টভৃতি যথারীতি কর।
পালাে স্বস্ত্যয়নী (২)
মহান বাণী পালন কর ভাই
ত্রিজগতে নামের সম ঔষধ আর নাই।
এইতাে বাঁচার পথ (২) ভিন্নমত অন্য কিছুই নাই
নিজবর্ণে অনুলােমে বিয়ে কর ভাই।
গড় আর্যসমাজ (২)
বাড়াও বীজ আর্যকৃষ্টি রাখ
বুদ্ধ ঈশায় রসুল কৃষ্ণেঃ সমান চোখে দেখ।
তারাই পূর্বতন (২)
বর্তমান ঋষি অনুকূল
তার বিধি মেনে চল কাটাও মনের ভুল।
পাবে মহাশান্তি (2)
যাবে ভ্রান্তি পাবে সত্যযুগ
কালােবাজার ভ্রষ্টাচার যাবে মহারােগ
ভাইরে ভয় নাই (২)
টান ভাই অনুকূলের রথ
ধর্মনষ্ট নাহি হবে পাবে বাঁচার পথ।
এই সৎসঙ্গে (২)
মহারঙ্গে করহ বিহার
অধম সন্তান ভজে পদযুগল তার।
জয় পুরুষােত্তম (২)
রসুল রাম বুদ্ধ যীশু নাম
শ্রীচৈতন্য অনুকূল কৃষ্ণঘনশ্যাম।
বন্দে পুরুষােত্তমম্ (৩)
Comments
Post a Comment