Sri Sri Thakur Poem
যে যা’ ভাবে আমি তাই।
প্রাণের কোণে একটু শুধু
অমল ধবল বিশ্বাস চাই।
আমি ভক্তের কাছে শালগ্রাম শিলা,
জ্ঞানীর কাছে ব্ৰহ্মভেলা,
আমায় পাতা দিয়ে পূজলে পরে
ছাগল হয়ে পাতা খাই।
আমি চোরের উপর বাটপাড়ি করি,
সাধুজনায় বুকে ধরি,
আমি মদের বােতল বগলে করে
মাতাল ভায়ার পিছে ধাই।
আমি নাস্তিকের কাছে কিছু নই
জ্ঞানীর কাছে ব্ৰহ্ম হই,
আমায় যা বলে যে ডাকে, তারে আমি
তেমনি হয়ে তথায় যাই।
Source - Punya Puthi , 20 th day
Comments
Post a Comment