সন্ধ্যাকালীন বিনতি
বার বার কর বীনতী। রাধাস্বামী আগে।।
দয়া করাে দাতা মেরে। চিত চরনন লাগে।|১||
জনম জনম রহী ভূল মে। নহি পায়া ভেদা।।
কাল করম কে জাল ফেঁ। রহি ভােগত খেদা।।২।।
জগত জীও ভরমত ফিরে। নিত চারো খানী।।
জ্ঞানী জোগী পিল রহে। সব মন কী ঘানী।।৩ ৷৷
ভাগ জগা মেরা আদি কা। মিলে সতগুরু আঈ৷৷
রাধাস্বামী ধাম কা। মােহি ভেদ জনাঈ৷৷৪৷৷
উঁচ সে উচা দেশ হ্যায়। ওঅহ অধর ঠিকানী।।
বিনা সন্ত পাওয়ে নহী। সুর্ত শব্দ নিশানী।।৫৷৷
রাধাস্বামী নাম কী। মােহি মহিমা সুনাঈ৷৷
বিরহ অনুরাগ জগায় কে। ঘর পর্চ ভাঈ৷৷৬ ৷৷
সাধ সংগ কর সার রস। ম্যয়নে পিয়া অঘাঈ৷৷
প্রেম লগা গুরু চরণ সেঁ। মন শান্তি ন আঈ৷৷৭ ৷৷
তড়প উঠে বেকল রহুঁ। কস পিয়া ঘর জাঈ।।
দরশন রস নিত নিত লঠু। গহে মন থিরতাঈ৷৷৷৷
সুরত চঢ়ে আকাশ মে। করে শব্দ বিলাসা।।
ধাম ধাম নিরখত চলে। পাওয়ে নিজ ঘর বাসা।। ৯ ||
ইয়হ আসা মেরে মন বসে। রহে চিত্ত উদাসা।।
বিনয় সুনাে কিরপা করাে। দীজে চরন নিবাসা৷৷ ১০।
তুম বিন কোই সমরথ নহী। জা সে মাঞ্চু দানা।।
প্রেম ধার বরখা করাে। খােলাে অমৃত খানা।।১১ ||
দীন দয়াল দয়া করাে। মেরে সমরথ স্বামী।
শুকর করূ গাওত রহুঁ। নিত রাধাস্বামী৷৷ ১২।
Comments
Post a Comment