Amon Madhu Makha Horir Nam Harmonium Tutorial
এমন মধুমাখা হরির নাম নিমাই কোথায় পেয়েছে
(তাই) শুনে আমার হৃদয় বীণা আপনি বেজে উঠেছে ।। আগে/আরো তো কত যে শুনেছি এনাম কখনো তো এমন হয়নি পরান কি জানি কি এক নব ভাবোদয় হৃদয়-মাঝারে হতেছে ||Amon Madhu Makha Horir Nam Kirtan
কে যেন আসিয়া কয়ে গেল তাই পারের উপায় এতদিনে নামের/প্রেমের ভাণ্ড মাথায় নিয়ে প্রেমের ঠাকুর এসেছে রে ।। আজ হতে নিমাই তোর সনে রব জ্ঞানের-গরিমা কভুনা করিব সব ছেড়ে দিয়ে হরি হরি বলে নাচিতে বাসনা হতেছে/সব ছেড়ে দিয়ে হরি হরি বলে ভাসিতে পরান হতেছে ।। হরিবোল ...হরিবোল ..হরিবোল ।।
Comments
Post a Comment