Dharmer Desh Ei Bharatbarsha Lyrics
ধর্মের দেশ এই ভারত বর্ষ আধ্যাত্বিকতার মর্ত্যভূমি
এ দেশে জন্মেছি আমরা এই দেশ আমাদের জন্মভূমি ।।
জীবনের লক্ষ্য ঈশ্বর প্রাপ্তি তাকে ছাড়া কোনো মতে পাবে নাকো মুক্তি
বেঁচে থেকে বেড়ে ওঠা ধর্মের মূল কথা এ কথা হে মানব ভুলনা তুমি ।।
ধর্ম তো মন্দির মূর্তিতে নয় নিজেকে বাঁচাতে হলে প্রাকৃতিক নিয়মে
অন্যকে রক্ষা করা চাই ধর্ম একেই বলে ভাই।।
ঋষিবাদ গিয়ে হল ভারতের অবনতি বর্ণাশ্রম দিয়ে হল এই দুর্গতি
শ্রী শ্রী ঠাকুরের পথে চলি যদি একসাথে ধরার স্বর্গ হবে ভারত ভূমি।।
Comments
Post a Comment