Din Dayamay Dakche Harmonium Tutorial
দীন দয়াময় ডাকছে রে ওই এখন ও তুই ওঠেরে জেগে জীবন ব্রতে ব্রতী হয়ে ইস্টপথে চলরে বেগে । বাজারঘুরে বাছতে গুরু নিষ্ঠা গেল জাহান্নামে ভাঙবে কি তোর শঙ্কা মনের হবে কি কিছু লাখ জনমে? বুদ্ধ ইশায় বিভেদ করিস শ্রীচৈতন্য রসূল কৃষ্ণে জীবদ্ধারে হন আবির্ভাব একই ওরা তাও জানিসনে। সিদ্ধান্তে যে আসতে নারে তড়িৎ চলন বেগে বিবেক-বুদ্ধি খিন্ন তাহার আদর্শ নাই জেগে। নিজের সিদ্ধ না হযে যে লোকে মন্ত্র কয় নিজের করে সর্বনাশ যজমানেরও ক্ষয়।।
Din Dayamay Dakche Re Oi
দেব দেবতা হাজার ধরিস আচার্য যার ইস্ট নয় স্পষ্টতর বুঝে রাখিস জীবন চলায় নেহাত ভয়।। পুরুষোত্তম আসেন যখন সব গুরুর ই সার্থকতা তাঁকে ধরলে আসে নাকো গুরু ত্যাগের ঘৃণ্যকতা । দ্বন্দ বাধা বিঘ্ন দলি দক্ষ কুশল তরিৎ রাগে গুরুর আদেশ পালন যেথায় সেথায় ই তো সিদ্ধি জাগে ।
Comments
Post a Comment