Jiban Nathe Basle Bhalo Lyrics
Jiban Nathe Basle Bhalo Harmonium Tutorial
জীবন নাথে ভাসলে ভালো প্রাণের বেদন আর কি রয় সার্থকতায় পূর্ণ হয়ে হয়ই জীবন মধুময়।। মুখে প্রেমের কথা বলে চলে সবাই আপন তালে আপন তালে যায়না পাওয়া চলন মাফিক প্রাপ্তি হয় ।। অবোধ শিশু মাকে ধরে যেমন যাকে তেমনি করে যেজন তাঁকে ধরে তারই পরান ভরা শান্তি রয়।। করবে যেমন তেমনি হবে তেমন তর তুমি পাবে ভক্তি এলে মুক্তি পাবে সব তো তারই যে তাঁর হয়।।
Comments
Post a Comment