Alochana Prasange 5 th Part যোগেশদা (চক্রবর্ত্তী)---আজকাল একদল সমাজ-সংস্কারক দেখা যায়, যারা মনে করেন, পাশ্চাত্যের মত আমাদের দেশেও বিবাহ-বিচ্ছেদের অধিকার থাকলে নারী-সমাজের প্রতি সামাজিক ন্যায়-বিচারের পরাকাষ্ঠা দেখানো হবে। তাই, এ অধিকার স্বীকৃত হওয়াই বাঞ্ছনীয়। শ্রীশ্রীঠাকুর (ক্ষোভের সঙ্গে) ওরা যা' ক'রে পস্তাচ্ছে, আমাদের তা' না করলে চলবে কেন ? যেগুলি আমাদের সমাজের পক্ষে গৌরবের, সেইগুলি নিয়ে আমরা বিব্রত ও লজ্জিত বোধ করি, এটা যে কতখানি অন্তঃসারশূন্যতা ও অদূরদর্শিতার পরিচায়ক তা' ব'লে শেষ করা যায় না। বিবাহ-বিচ্ছেদপ্রথা যদি চালু হয়, তার পরিণাম অত্যন্ত ভয়াবহ। পরিবারে ও সমাজে এখনো যে সুখ-শান্তিটুকু আছে, তা আর থাকবে না। পুরুষ ও নারী যাতে সুস্থ থাকতে পারে, স্বস্থ থাকতে পারে, আত্মস্থ থাকতে পারে, তৃপ্ত থাকতে পারে এবং স্ব-স্ব সহজাত সংস্কার-অনুযায়ী জীবনসংগ্রামের সব ঘাত-প্রতিঘাত সহ্য ক'রে সত্তাকে আপূরিত ক'রে চলতে পারে, সেই দাঁড়াটাই নষ্ট হ'য়ে যাবে। নারীর সতীত্ব বিদায় নেবে চিরদিনের জন্য। অচ্ছেদ্য-প্রীতি-বন্ধনের বদলে স্বামী-স্ত্রীর মধ্যে আসবে ...
SWASTI ANANDA SONGI IS A YOUTUBE CHANNEL.IT HAS A FACEBOOK PAGE ALSO. WHERE POST ABOUT MUSIC AND HARMONIUM LEARNING,NOTATION,LYRICS IS GIVEN WITH COLLABORATION WITH SWASTI TUNE. SO WE UPLOAD ALL THOSE CHANNELS' CONTENTS' LYRICS,POEMS,SPEECHES,QUOTATIONS HERE. SATSANG,LYRICS,HARMONIUM NOTATION,PHOTOS. THANK YOU FOR VISITING US.